প্রত্যেক বাবা-মাই চান একজন সৎ, দায়িত্বশীল পাত্রের হাতে তাঁদের কন্যাকে তুলে দিতে। তবে বাইরে থেকে দেখে সব সময় তা বোঝা যায় না। জ্যোতিষশাস্ত্র মতে, আমাদের ১২টি রাশির মধ্যে কয়েকটি এমন রাশি রয়েছে, যার জাতকরা স্বভাবে খুব সহানুভূতিশীল ও দয়াশীল হন। আপনিও যদি নিজের বিবাহ স্থির করেন, তবে তার আগে একবার যাচাই করে নিন পাত্র কতটা দায়িত্বশীল-

কুম্ভ: কুম্ভ রাশির মানুষরা অন্যের প্রতি খুবই দয়াশীল হন। এঁরা মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করেন। মানুষকে সব রকম সাহায্য করতে এঁরা খুব ভালবাসেন।

মীন: মীন রাশির মানুষরা যে কোনও সম্পর্কের প্রতি খুব যত্নশীল হন। এঁরা স্বভাবে খুবই দয়াশীল হন। এ ছাড়া দুঃখী ব্যক্তিকে যে কোনও ভাবে সাহায্য করতে এঁরা সব সময়ে তৎপর থাকেন।

বৃষ: বৃষ রাশির মানুষরা অত্যন্ত দয়াশীল এবং সহানুভূতিশীল প্রকৃতির হন। তাঁরা অন্যের দুঃখ-কষ্ট খুব ভাল বোঝেন। মানুষের পাশে দাঁড়াতে সবার আগে এগিয়ে যান। এই রাশির মানুষ অন্যের অনুগত হয়ে চলতেও পিছ পা হন না।

তুলা: তুলা রাশির মানুষরা খুব দয়াশীল ও নরম মনের হন। তাঁরা কারও কষ্ট দেখতে পারেন না। যে কোনও কঠিন পরিস্থিতি সহজ ভাবে সামলাতে পারেন এবং বিনা স্বার্থে মানুষের উপকার করেন।

ধনু: এই রাশির মানুষ খুব সৎ হয় এবং তাঁরা মানুষ হিসাবে খুব ভাল হন। এঁরা দুঃস্থ মানুষের সহায়তা করতে খুব ভালবাসেন। খুব সহৃদয় প্রকৃতিরও হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here