অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজনে মোবাইল, ফ্রিজ, এসি, কুলারসহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট এবং নানা পণ্যের ওপর বিশাল ছাড় দেওয়া হয়। এর সঙ্গে ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে অতিরিক্ত ছাড়ের সুবিধাও দেওয়া হয়। কিন্তু কেন এই প্ল্যাটফর্মগুলিতে এত ছাড় দেয় জানেন? এত ছাড় দেওয়ার পরেও তাঁদের লাভ থাকে কতটুকু? এর যে এত ছাড় এর ফলে বাজারের খুচরো ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন কি? চলুন আজ পুজোর আগে জেনে নিই এসব তথ্যই।

বাজারে যেটি ১১ হাজার টাকার মোবাইল, সেটি ফ্লিপকার্ট বা অ্যামাজনে ৯ হাজার টাকায় পাওয়া যায়। এই ধরনের অনলাইন বিক্রির কারণে খুচরা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’ (CAIT) এবং খুচরা মোবাইল বিক্রেতাদের সংগঠন এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং তাদের কার্যক্রম অবিলম্বে স্থগিত করার জন্য ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI)-এর কাছে আবেদন করেছে।

ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, ফ্লিপকার্ট ও অ্যামাজন বাস্তবসম্মত মূল্য নির্ধারণ করছে না এবং বাজার থেকে কম দামে পণ্য বিক্রি করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এর ফলে গ্রে মার্কেট তৈরি হচ্ছে, যেখানে পণ্য বিক্রি করতে কর ফাঁকি দেওয়া হয়। এভাবে সরকারি আয়ও কমে যাচ্ছে। তাদের আরও দাবি, এই প্ল্যাটফর্মগুলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (FDI) নীতিমালা ভঙ্গ করছে এবং বিশাল পরিমাণ অর্থ খরচ করে ভারতীয় বাজারে তাদের অপারেশন চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here