আজকাল কার দিনে সকলের মুখে একটাই কথা রোজ রোজ চুল ঝরে একেবারে পাতলা হয়ে যাচ্ছে। অনেকের আবার চুল উঠে গিয়ে টাক পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। বিশেষ করে এই বর্ষাতে চুল ঝরে পরার সমস্যা আরও বেশি হয়। কারণ এই সময়ে স্নান করার পর চুল ভাল করে শুকায়না। তবে এই সমস্যা দূর করতে পেঁয়াজের রস লাগানোর কথা বলে থাকেন মা-ঠাকুমারা।
তাঁদের কথায়, চুল লম্বা করতে বা চুলের ঘনত্ব বাড়াতেও পেঁয়াজের রস খুবই উপকারী।কারণ পেঁয়াজের রসে আছে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। নতুন চুল গজানোর লোভে ক্রমাগত পেঁয়াজের রস রোজ মাখতে শুরু করলে হিতে বিপরীত হবে জানাচ্ছেন বিশেষজ্ঞকেরা।
সমস্যা
পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে। যে কারণে মাথার ত্বকে চুলকানি, অ্যালার্জি হতে পারে। মাথার সামনে চুল পাতলা হয়ে গিয়েছে বা টাক পড়ছে, আর আপনিও সেখানে একগাদা পেঁয়াজের রস লাগিয়ে রাখলেন মাথার ত্বকে সংক্রমণও হতে পারে। পেঁয়াজের রসে আছে অক্স্যালিক অ্যাসিড। ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যেতে শুরু করে।
পেঁয়াজের রস থেকে কিন্তু ‘স্ক্যাল্প একজ়িমা’ হতে পারে। মাথার ত্বকে লালচে র্যাশ দেখা দেবে। প্রচণ্ড চুলকানি হবে মাথায়।