বড়দিন আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এর পর ক্রিসমাস উপলক্ষে মেতে উঠবেন আট থেকে আশি। বড়দিন উদযাপনে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, লাল রঙের পোশাকে সান্টা ক্লজ এবং গির্জা সাজানো এগুলোতো রয়েছেই, তার পাশাপাশি রয়েছে উপহার দেওয়ার রেওয়াজ। বিশেষত পরিবারের খুদে সদসস্যরা বড়দিনের উপহারের ব্যাপারে খুব আশাবাদী থাকে। তাই তো তারা আগের রাতে মোজায় সান্টাকে তাদের পছন্দের কথা জানিয়ে রেখে ঘুমায়। কিন্তু কী উপহার দেবেন বাড়ির খুদেকে? রইল বেশ কিছু গিফট আইডিয়া।

সান্তাক্লজের ছবি- বড়দিনের সময়ে সান্তাক্লজের ছবি বাচ্চাদের খুবই পছন্দের। তাই খুদে সদস্যের ঘর সাজিয়ে দিন সান্তাক্লজ থিমে। বিছানার চাদর থেকে নানা কিছু, সান্তাক্লজ প্রিন্টের কিনে আনতে পারেন। তার সঙ্গে উপযুক্ত সময়ে জিঙ্গল বেল বাজিয়ে কেক কাটতে পারেন, চকলেট দিতে পারেন।

খেলার জিনিস- অনেক বাচ্চাই ছোট থেকে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন প্রভৃতি খেলতে পছন্দ করে। বড়দিনের বিশেষ দিনে ওদের জন্য এই সমস্ত খেলার সরঞ্জাম কিনে দিতে পারেন। একে বাচ্চাদের শরীরচর্চাতেও অনেক উপকার হবে। ওরা আনন্দেও থাকবে আবার স্বাস্থ্যকরও থাকবে।

টেডি বিয়ার- ছোটদের উপহার কিনতে বেশি চিন্তায় পরতে হয়। কারণ তাদের মন মতো উপহার নির্বাচন করা কঠিন ব্যাপার। শিশুদের খেলার জিনিসের উপর সবসময় ঝোঁক একটু বেশিই থাকে। তাই তাদের উপহার হিসাবে সান্টা ক্লজের পুতুল বা টেডি বিয়ার বাছাই করতে পারেন।

দূরবীণ- এটি ছেলেবেলার বেশ আকর্ষণীয় একটি গিফট। এটা পেলে বাচ্ছারা বেশ খুশি হয়। খেলনা দূরবীণগুলি ব্যবহার করা সহজ এবং বেশ মজবুতও বটে। আপনার বাচ্চা এটিকে সহজেই ব্যবহার করতে পারবে এবং তার খেলার একটা অংশ করে নেবে।

বার্বি ডলের সেট- বেশিরভাগ মেয়েরাই বার্বি ডলের সেট খুব পছন্দ করে। আপনি যদি কোনও মেয়েকে সুন্দর কিছু উপহার দিতে চান তবে তার জন্য একটি পুতুল দিতে পারেন আর একটি স্টাইলিং কিটের সাথে আপনি এটিকে পরিপূর্ণ করে তুলতে পারেন। নেলপলিশ, চিরুনি বা হেয়ারব্রাশ, নানা ধরণের ক্লিপ, হেয়ারব্যান্ড এবং এমন কিছু আইটেম দিয়ে এই কিটটি তৈরী করা হয় যেগুলির দ্বারা আপনার ছোট্ট মেয়েটি তার পুতুলকে নানা উপায়ে সুন্দর করে সাজিয়ে তুলতে ও পুতুলটিকে ফ্যাশন করাতে পারবে।

গানের সরঞ্জাম- যদি আপনার বাড়ির বাচ্চাদের গান পছন্দের হয়ে থাকে, তাহলে এই বিশেষ দিনে ওদের কোনও একটা গানের যন্ত্রাংশ উপহার দিতে পারেন। সেটা হারমোনিয়াম হতে পারে আবার গিটারও হতে পারে। যেটা আপনার সন্তানের সবথেকে পছন্দের। এই উপহারটা নিজে সান্তাক্লজ সেজেও দিতে পারেন। আরও মজাদার হয়ে যাবে দিনটি।

পিগি ব্যাঙ্ক- আপনি যদি প্রথম থেকেই আপনার সন্তানের মধ্যে সঞ্চয় করার মানসিকতা প্রবেশ করাতে চান, তবে আপনি আপনার ছোট্ট সোনার জন্য একটা ছোট্ট মিষ্টি পিগি ব্যাঙ্ক কেনার কথা ভাবতে পারেন।তাকে এ ব্যাপারে উৎসাহিত করুন এবং একটা সুন্দর মানি ব্যাঙ্ক তাকে উপহারে দেওয়ার মাধ্যমে তার মধ্যে এই সুঅভ্যাসটি প্রবেশ

বক্সিং সেট- যদি আপনার শিশু অ্যাকশন বা যুদ্ধের ব্যাপারে আগ্রহ দেখায় এবং কার্টুন ও সিনেমার অ্যাকশন চরিত্রগুলিকে পছন্দ করে, আপনি সেক্ষেত্রে তাকে হয়ত একটা বক্সিং সেট কিনে দিতে পারেন।বেশ ভালভাবে ফিটিং হওয়া বক্সিং গ্লাভস এবং একটি দুর্দান্ত বক্সিংয়ের ব্যাগের সাথে সে এই খেলাতে মেতে উঠে তার মজাকে খুঁজে পাওয়ার পাশাপাশি তার হাত ও চোখের সমন্বয় বিকাশ করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here