রবিবার ছিল সঙ্গীত মহলের জন্য এক বেদনার দিন। এইদিন মধ্য কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ। তিনি বাংলা ব্যান্ড ‘ফসিল্‌স’-এর প্রাক্তন সদস্য ছিলেন। এ ছাড়াও ‘গোলক’, ‘জ়ম্ব্ কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

রবিবার সন্ধ্যায় ৪৮ বছরের বাদ্যযন্ত্রশিল্পীর দেহ উদ্ধার হয়। ওয়েলিংটনের এক ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন চন্দ্রমৌলি। রবিবার বাবা মা বাড়িতে না থাকাকালীন সময়ে চন্দ্রমৌলি আত্মহননের সিদ্ধান্ত নেন। শিল্পীকে তাঁরই এক ব্যান্ড সদস্য মহুল চক্রবর্তী প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেন।

সোমবার চন্দ্রমৌলী বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হবে। ফসিলস্’-এর অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই শোকের ছায়া। সমাজমাধ্যমে চন্দ্রমৌলীর পরিচিতেরা শোকপ্রকাশ করেছেন। রবিবারই সমাজমাধ্যমের ‘প্রোফাইল’ ছবি বদলেছিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী। ২০০০ সালথেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস্ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here