জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতি হল গুরুগ্রহ। এই গ্রহ জ্ঞান, সৌভাগ্য ও বৈবাহিক সম্পর্কের কারক। তাই বৃহস্পতিবার কয়েকটি বিশেষ নিয়ম মেনে চললে গুরুগ্রহের কৃপা পাওয়া যায়। মনে করা হয় যে সকল ব্যক্তির রাশিচক্রে বৃহস্পতি শক্তিশালী হয় তাঁরা জীবনে যে কোনও প্রকার বাধা সহজেই অতিক্রম করতে পারেন, এবং আর্থিক সমস্যা দূর হয়।
দেখে নেওয়া যাক গুরুগ্রহের কৃপা পেতে বৃহস্পতিবার কী কী করনীয়-
১) গুরুদোষ কাটাতে প্রতি বৃহস্পতিবার স্নানের জলে সামান্য পরিমানে হলুদ মিশিয়ে স্নান করুন। স্নান করার সময় ‘ওম নমঃ ভগবতে বাসুদেবায়’ মন্ত্রটি জপ করুন। এই দিন কপালে চন্দনের তিলক পরুন।
২) বৈবাহিক জীবনের অশান্তি দূর করতে প্রতি বৃহস্পতিবার সুর্যোদয়ের আগে স্নান করুন। সেই সঙ্গে এই দিন উপবাস রেখে ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে ভাল ফল পাবেন।
৩) গুরুগ্রহের আশীর্বাদ পেতে বৃহস্পতিবার হলুদ পোশাক পরার চেষ্টা করুন এবং তুলসী গাছকে কাঁচা দুধ দিয়ে পুজো করুন।
৪) লক্ষ্মীবারে আর্থিক লেনদেন বন্ধ রাখুন এতে বৃহস্পতি দুর্বল হয়।
৫) রাশিচক্রে বৃহস্পতি তুঙ্গে রাখতে প্রতি গুরুবার দান-ধ্যান করুন এবং সৌভাগ্যবান হন।
বৃহস্পতিবার কী কী করবেন না
১) বৃহস্পতিবার দিন ঘরের ঝুল, নোংরা পরিষ্কার করবেন না। এইদিন বাড়ির কোনও পুরনো জিনিস বিক্রি করা উচিত নয়।
২) এইদিন নখ, চুল, দাঁড়ি কাটা উচিত নয়।