প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে পালিত হয় ধনতেরাস। ধনতেরাসের দিন থেকে শুরু হয় দীপাবলি উৎসব। এদিন আর্থিক সমৃধি বাড়াতে লক্ষ্মী, গণেশ ও কুবেরের আরাধনা করা উচিৎ। শুধু তাই নয় এর পাশাপাশি এদিন সোনা, পিতল ও রূপোর বাসন কেনার পরম্পরা রয়েছে। বিশ্বাস করা হয় যে এইদিন বাসন কিনলে ধন সমৃদ্ধি হয়। তবে ধনতেরাসে কিছু নিয়ম রইয়েছে যা অবশ্যই মেনে চলা উচিৎ। অন্যথায় হতে পারে বিবিধ সমস্যা। দেখে নিন কোন জিনিসগুলি মেনে চলবেন-

এই দিনে কখনোই বাড়ি খালি রাখবেন না। এই দিনে নিজের বাড়িতে নিজে থাকবেন। ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো করার নিয়ম রয়েছে। বলা হয় ধনতেরাস কেনাকাটা করতে যায় অনেকেই, তাই বাড়ি ফাকা থাকে অনেক সময়। তবে তা কিন্তু মোটেই শুভ নয়। এটাই সন্ধ্যায় বাড়িতে কোন সদস্যকে বাড়িতে রেখে তবেই কেনাকাটা করতে যাবেন, তাহলে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে ঘরে প্রবেশ করবেন।

ধনতেরাসের সন্ধ্যাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে এই দিন সন্ধ্যায় কাউকে ধার দেবেন না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারোর থেকে ধার নেবেনও না। এই দিনটি শুধুমাত্র দেবী লক্ষ্মীর দিন। তাই বাড়িতে লেনদেন করবেন না। অন্যথায় পড়তে পারেন চরম আর্থিক সমস্যার মুখে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মা লক্ষী ধনতেরাসের সন্ধ্যায় ঘরে প্রবেশ করেন। তাই এদিন সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালান। সন্ধ্যায় মা লক্ষ্মীর নাম করে প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। পূর্বপুরুষদের নাম করে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, দেবী লক্ষ্মীর খুব প্রিয় রং সাদা, তাই এই দিন দেবীকে সাদা রঙের পোশাক পরান। দেবীকে সাদা রঙের মিষ্টি নিবেদন করুন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন।

ধনতেরাসের দিন সন্ধ্যায় সাদা রঙের জিনিস অবশ্যই কাউকে দান করবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here