প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে পালিত হয় ধনতেরাস। এইদিন পিতল ও রূপোর বাসন কেনার পরম্পরা রয়েছে। বিশ্বাস করা হয় যে এইদিন বাসন কিনলে ধন সমৃদ্ধি হয়। এদিন আর্থিক সমৃধি বাড়াতে লক্ষ্মী, গণেশ ও কুবেরের আরাধনা করা উচিৎ। তবে জ্যোতিষমতে এমন কিছু প্রতিকার রয়েছে যা ধনতেরসের দিন করলে জীবনে অর্থের অভাব হয় না। যার মধ্যে অন্যতম হল চালের কিছু টোটকা। চাল দিয়ে করা উপায় মা লক্ষ্মীকেও প্রসন্ন করে। জেনে নিন-
ধনতেরসের দিন লক্ষ্মী-গণেশের ও কুবেরজির পুজো করা হয়। এরপর ২১টি পরিষ্কার ও পূর্ণ চালের দানা নিন। এবার এটাকে লাল রঙের কাপড়ে মুড়িয়ে রাতে নিজের লকার বা সেই জায়গায় রেখে দিন যেখানে আপনি অর্থ রাখেন। এরকম করলে আর্থিক সমস্যা দূর হয় এবং সম্পন্নতা আসে।
ধনতেরসের দিন পুজোর পর ঘরের সব সদস্যদের কপালে তিলক লাগানো উচিত। এই তিলকে অখণ্ডিত চালের প্রয়োগ করলে ভাগ্যোদয় হয়।
যদি আপনার কুণ্ডলীতে চন্দ্রমার পরিস্থিতি দুর্বল হয় আর আপনি সর্বদা মানসিক দিক দিয়ে সমস্যার মধ্যে থাকেন তবে ধনতেরসের দিন একমুঠো চাল দান করে দিন। এরকম করলে চন্দ্রমা মজবুত হয়।
ধনতেরসের দিন তামার ঘটিতে রোলির সঙ্গে একটু অক্ষত মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিৎ। মানা হয় যে এতে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় এবং সব সমস্যা দূর হয়ে যায়।