২০২৪ সালে দুর্গাপুজো শুরু হচ্ছে ৯ অক্টোবর, বুধবার থেকে। তার আগে মহালয়া অনুষ্ঠিত হয়ে গিয়েছে ২ অক্টোবর। আজ ৮ অক্টোবর দুর্গাপঞ্চমী পালিত হচ্ছে। পঞ্চমী ছিল সকাল ১১ টা ১৬ মিনিট পর্যন্ত। তারপরই পঞ্চমী ছেড়ে গিয়েছে।

৯ অক্টোবর, বুধবার পড়েছে মহাষষ্ঠী, ১০ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে মহাসপ্তমী। দুর্গাষ্টমী পড়েছে ১১ অক্টোবর, শুক্রবার। এবছর সন্ধিপুজো পড়েছে সকালের দিকে। তিথি অনুযায়ী, সকাল ১১টা ৪২ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিটের মধ্যে সারতে হবে সন্ধিপুজো। মহানবমী পড়েছে ১২ অক্টোবর, শনিবার। দশমী পড়েছে ১৩ অক্টোবর, রবিবার।

প্রসঙ্গত, এ বছর মহাসপ্তমী পড়েছে বৃহস্পতিবার। তাই দেবীর আগমন হবে দোলায় বা পালকিতে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, দোলায় বা পালকিতে চড়ে মর্ত্যে আগমন ঘচলে মহামারী, ভূমিকম্প,যুদ্ধ, খরা ও অতিমৃত্যুর সম্ভবনা বেড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here