জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আরজি করে ৫০ জন সিনিয়ন চিকিৎসকের ইস্তফা প্রদানের উত্তাপ দিকে দিকে ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার দুপুরে  এই গণইস্তফা প্রদানের পরেই কলকাতা মেডিক্যালেও গণ ইস্তফার হুঁশিয়ারি দিলেন সিনিয়র ডাক্তাররা। সাংবাদিক সম্মেলন করে তাঁরা স্পষ্ট জানালেন ২৪ ঘণ্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে, তাঁরাও গণ ইস্তফা দেবেন।

কলকাতা মেডিক্যালের সিনিয়র ডাক্তারেরা বলেন, “জুনিয়র ডাক্তারেরা বিচারের জন্য লড়াই করছেন। তাঁরা কর্মবিরতি থেকে ফিরে এসেছেন। ওয়ার্ডে ওয়ার্ডে তাঁরা রোগীদের পরিষেবা দিচ্ছেন। কিন্তু অনশনরত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন।”

‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর সাত জন প্রতিনিধি ১০ দফা দাবিতে আমরণ অনশন চালাচ্ছেন ধর্মতলায়। গত শনিবার থেকে শুরু হয়েছে আমরণ অনশন কর্মসূচি। প্রথমে ছয় জন অনশনে বসেছিলেন। পরে আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোও যোগ দেন আমরণ অনশন কর্মসূচিতে। জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়াগুলিকে শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছেন সিনিয়র ডাক্তারেরা।

প্রসঙ্গত, সোমবারই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ আমরণ অনশনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশে অনুরোধ করেছিলেন অনশন তুলে নেওয়ার জন্য। তারপর দিনই গণইস্তফা প্রদানের ঘটনা ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here