ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ সংক্ষেপে ইউপিআই ধীরে ধীরে ভারতের অন্যতম প্রধান পেমেন্ট অপশন হয়ে গিয়েছে। যে কোনো ক্ষেত্রেই অল্প কিছু টাকা হলেও তা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করছেন মানুষেরা। সম্প্রতি একটি ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে যে ২০২৫ সালের এপ্রিল মাস থেকেই ইউপিআই লেনদেনের উপর চাপানো হবে ১.১ শতাংশ কর। আদৌ কি সত্যি এই দাবি ?
এক্স হ্যান্ডলে জনৈক নেটিজেন একটি পোস্ট করেন যেখানে লেখা রয়েছে ১ এপ্রিল থেকে গুগল পে, ফোন পে কিংবা অন্য যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে আপনি যদি ২ হাজার টাকার বেশি মূল্য কাউকে পাঠাতে চান, তাহলে আপনাকে ১.১ শতাংশ ট্যাক্স দিতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি কাউকে ১০ হাজার টাকা ইউপিআইয়ের মাধ্যমে পাঠাতে চান, তাহলে ১১০ টাকা আপনার ট্যাক্স কাটা হবে। এই পোস্টটি তেলুগু ভাষায় করা হয়েছিল, সেখান থেকে অনূদিত হয়েছে।
নিউজমিটারের পক্ষ থেকে এই বিষয়ে অনুসন্ধান করা হয়। দেখা গেল এই দাবি সম্পূর্ণ ভুয়ো। শুধুমাত্র পিপিআই মার্চেন্ট ট্রানসাকশনের ক্ষেত্রে ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই ট্যাক্স ধার্য হবে। পিপিআইয়ের পুরো কথা হল প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট যার মাধ্যমে আপনি ওয়ালেটে টাকা জমিয়ে রাখতে পারেন এবং সেখান থেকে পেমেন্ট করতে পারেন। এই ভাইরাল হওয়া পোস্টের দাবির সঙ্গে সঙ্গে কর আরোপ বিষয়ে সেই নেটিজেন টিভি নাইন তেলুগুর একটি টেলিভিশন শোয়ের ক্লিপিংস জুড়ে দিয়েছেন। টিভি নাইন বলেছে যে শুধুমাত্র কার্ড এবং ওয়ালেটের মাধ্যমে পেমে্নটের ক্ষেত্রে ট্যাক্স ধার্য করা হবে। কিন্তু আরও স্বচ্ছ্বতার জন্য ইউটিউবে সেই লিঙ্কটি খুঁজে পাওয়া যায়নি।