ত্বকের যত্ন নিতে আমরা কত কিছুই করে থাকি। ফেস ওয়াশ থেকে শুরু করে ঘরোয়া প‌্যাতও ব‌্যবহার করে থাকেন। আবার অনেক মহিলা কখনও শিট মাস্ক, কখনও চারকোল ফেসপ্যাক ব্যতবহার করেন ট্যান তুলতে। তবে আপনি যত কিছুই ব‌্যবহার করুন না কেন  এই গরমে ত্বককে ভাল রাকতে আজকাল রূপচর্চার দুনিয়ায় সুনাম তৈরি হয়েছে ফেস সিরামের।

আবার অনেক সময়ে দেখা গিয়েছে মাসের পর মাস এই সিরাম ব্যবহার করেও অনেকে ফল পাননি। তাহলে কি সিরাম কার্যকরী নয়? একদমই নয়। সিরাম ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। সিরাম ব্যবহারের ক্ষেত্রে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, দেখে নিন।

১) সকালবেলা সানস্ক্রিন মাখার আগে মুখে সিরাম মাখুন। দিনে দু’বার সিরাম মাখলে তবেই উপকার মেলে। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার সিরাম মাখুন।

২) ত্বকের জেল্লা বাড়াতে ভিটামিন সি সিরাম।আবার হাইড্রেটেড রাখতে হাইড্রেটেড জাতীয় সিরাম।

৩) একদিন সিরাম ব্যবহার করলেই ফল পাবেন না। দিনের পর দিন, নিয়ম করে মুখে সিরাম মাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here