শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। কয়েকদিন আগেই একের পর এক স্থানে আগুন লাগার ঘটনার শোনা যাচ্ছিল। ফের সেই ঘটনা শহর কলকাতায়। মধ্য রাতে ভয়াবহ আগুন লাগে কাঁকুরগাছির লোহাপট্টিতে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। জোরকদমে মধ্য রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে, এখনও পর্যন্ত কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।

জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের শিখা বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন দমকলে। কারখানার ভিতরে যে কর্মীরা ছিলেন, তাদেরও উদ্ধার করে আনেন স্থানীয় বাসিন্দারাই। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে সব মিলিয়ে মোট ২০টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সূত্রের খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ ভরপুর থাকায়, নিমেষে আশেপাশের আরও চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here