অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো তেভাগা এক্সপ্রেস। বালুরঘাট থেকে কলকাতা যাওয়ার পথে এই ঘটনা ঘটে। সোমবার সকালে যখন রামপুর স্টেশনের কাছাকাছি পৌঁছায় ট্রেনটি, তখন উপর থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। আচমকা গোলযোগের ফলে দাঁড়িয়ে পড়ে এক্সপ্রেসটি। ট্রেন অথবা যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুরু হয় রেললাইনের মেরামতির কাজ।
সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে বালুরঘাট থেকে ছাড়ে তেভাগা এক্সপ্রেস। সকাল ৬টা ১০ মিনিটে মল্লিকপুর স্টেশন পার করার পর রামপুর স্টেশনের ঠিক আগে দুর্ঘটনার মুখোমুখি হয় ট্রেনটি। হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে ট্রেনটি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা। মেরামতির কাজ শুরু করার বেশ কিছু ক্ষণ পর মালদহ থেকে একটি ইঞ্জিন আনানো হয়। মোটামুটি ঘণ্টা তিনেক পর কলকাতার দিকে রওনা হয় ট্রেনটি।