হাতে আর কয়েকদিন। তারপর সারা দেশ জুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি। তার ঠিক আগেই পালিত হয় ধনতেরাস। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসব পালন করা হয়। এ বছর ধনতেরাস পালিত হবে ২৯ অক্টোবর।
এবারের ধনতেরাস উৎসব আরও বেশি গুরুত্বপূর্ণ৷ কারণ ১০০ বছর পর ধনতেরাসে বিরল ৫টি রাজযোগ গঠিত হয়েছে৷ ধনতেরাসের দিনে কিছু কেনাকাটা করা খুব শুভ। এই দিনে সোনা, রূপো বা যে কোনও ধাতব সামগ্রী কিনলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। সম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায়, তবে কেনাকাটা শুধুমাত্র শুভ সময়ে করা উচিত।
১০০ বছর পর এবছর ধনতেরাসে ত্রিগ্রহী যোগ, ত্রিপুষ্কর যোগ, ইন্দ্র যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগ ও শশ মহাপুরুষ রাজযোগের সম্বন্বয় ঘটছে৷ যা এই দিনটার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে৷ যা তিনটি রাশির উপর শুভ প্রভাব ফেলবে৷
ধনতেরাসে পাঁচ বিরল যোগ কর্কট রাশির জন্য বিরাট লাভজনক হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন। রাতারাতি অর্থপ্রাপ্তি হওয়ারও বিশাল যোগ রয়েছে। শুধু তাই নয়, যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন। পরিবারেও শান্তি ও সুখ বজায় থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়৷ লাভের মুখ দেখতে পারেন৷
ধনু রাশির জন্য ধনতেরাসের এই সময়টা খুবই শুভ । এই রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে এবং ব্যয় কমবে, ফলে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে। এবং আয়ের নতুন উৎস খুলতে পারে। দেশ-বিদেশে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। সংসারে আর্থিক অনটন মিটতে পারে। এছাড়াও নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।