কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে৪। এখন কথাটাই খানিক পরিবর্তন এসেছে। বলা ভাল, জন্ম মৃত্যু বিয়ে, আধার কার্দ নিয়ে। আধার কার্দ ছাড়া এখন কিছুই সম্ভব নয়। এবার আধার কার্ড গ্রাহকদের জন্য আনন্দ সঙ্গবাদ। এতদিন পর্যন্র রেজস্টার্ড মোবাইল নম্বপর ছাড়া আধার দাউনলোড করা সম্ভব হত না। এখন সেসবের বালাই উঠল। রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই এবার আধার কার্ড ডাউনলোড করা যাবে। আধার কার্ড ইস্যুকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI), যাঁরা এখনও আধার কার্ডের সঙ্গে মোবাইল সংযোগ করেননি, তাঁদের জন্য নতুন সুবিধা দেওয়ার কথা প্রকাশ্যে এনেছে।

এর প্রথমে আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অ ফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে My Aadhaar-এ ক্লিক করতে হবে। এখানে অর্ডার আধার পিভিসি কার্ড-এ ক্লিক করতে হবে।

তারপর আপনার আধার নম্বর দিন। মনে রাখবেন আধার নম্বর হয় ১২ সংখ্যার। যাদের আধার নম্বর জানা নেই তাঁরা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর লিখতেও। এরপর ক্যাপচা কোড আসবে, সেটি লিখতে হবে।

যদি রেজিস্টার্ড মোবাইল নম্বর না থাকে এবং আধার কার্ড ডাউনলোড করতে চাল তাহলে মোবাইল রেজিস্টার্ড নয়, বলে এক্সযে অপশন দেবে তাতে ক্লিক করুন। তারপর অলটারনেটিভ নম্বর বা বিকল্প নম্বর লিখুন। মনে রাখবেন সেটি যেন কারেওও আধারের রেজিস্টার্ড মোবাইল নম্বর না হয়। এরপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলেই ওয়ান টাইম পার্সেওয়ার্ড চলে যাবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনস-এ চেকবক্সে ক্লিক করতে হবে। এরপর সাবমিট করতে হবে। এরপরেই ডাউনলোড হবে আধার কার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here