হিন্দু ধর্মে ঝাঁটা শুভ একটি জিনিস। বলা হয়, ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সঙ্গেই সপ্তাহের এই দিনগুলিতে কখনও ঝাঁটা কিনবেন না। শুধু তাই নয়, এতে আপনার অর্থের ক্ষতি হবে। আপনার বাড়িতে চুরি হতে পারে। কোন কোন দিন ঝাঁটা কেনা উচিৎ নয়, জেনে নিন।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ঝাড়ুতে দেবী লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। সেই সঙ্গে বাড়ির সুখ, সমৃদ্ধির প্রতীক হিসাবেও মনে করা হয়। বলা হয়, ভুল করেও এই দিনে ঝাঁটা কিনবেন না। এতে আপনার শরীর খারাপ হতে পারে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে আপনার।

কবে ঝাঁটা কিনবেন

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মঙ্গলবার ও শনিবার ভুল করেও ঝাঁটা কিনবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। রেগে যান হনুমানজি ও বিষ্ণু দেবও। যে কারণে আপনার অর্থহানি হবেই। শুধু তাই নয়, মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যাবেন। বাড়িতে প্রবেশ করবে নেতিবাচক শক্তিও। যে কারণে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। এমন কি আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। ব্যবসা করলে সেখানে অর্থক্ষতি হবেই। তাই আগেই সাবধান হোন আপনি।

কী করলে মা লক্ষ্মী খুশি হন

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ঝাড়ু কেনার সময় দিন বিবেচনা করেই কেনা উচিৎ। যেমন- বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঝাড়ু কেনার আদর্শ দিন। এই দিন ঝাঁটা কিনলে মা লক্ষ্মী খুব খুশি হন। এতে ঘরে আপনার ইতিবাচক শক্তি প্রবেশ করবে। পরিবারের সদস্যদের মধ্যে একতা বাড়বে। আপনার যে কাজগুলি আটকে রয়েছে সেই কাজগুলি হয়ে যাবে। আপনি রবিবার ও সোমবার আপনি ঝাঁটা কিনতে পারেন।

পুরানো ঝাঁটা আগে ফেলে দিন

আগে বাড়িতে নতুন ঝাঁটা আনবেন, তারপর পুরনো ঝাঁটা ফেলে দেবেন। দুটো ঝাঁটা কখনওই একসঙ্গে রাখবেন না। এতে কিন্তু বাড়িতে ঝগড়া, অশান্তি, মারামারি লেগেই থাকবে। তাই আর্থিক দিকে উন্নতি করতে ঝাঁটা সংক্রান্ত টিপসগুলি মেনে চলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here