আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শুক্রবার তাকে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। আদালতে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। সেই অনুমতিও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার দুপুর ১২টা ১৫ নাগাদ নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে অভিযুক্তকে নিয়েভ বেরোন সিবিআই আধিকারিকরা। সঞ্জয়ের গায়ে ছিল একটি লাল গেঞ্জি, মাথা এবং মুখ নীল কাপড়ে ঢাকা ছিল। সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিযুক্তকে প্রশ্নও করা হয়, কিন্তু উত্তর মেলেনি।
কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তাঁকে গাড়িতে তুলেই দরজা বন্ধ করে দেন। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার ঘটনায় গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে।