সাধারণ মধ্যবিত্ত পরিবারেরও মানুষের অল্প বিস্তর সোনা থাকেই। তাই সোনার যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। কিন্তু সবসময় গয়না পরলে কিন্তু ওনেক সময় গয়না কালো হয়ে যায়, ময়লা হয়। রান্নার সময়ের তেল কালিও জমে। সাধারণত এইসব টুকিটাকি গয়না আমরা ঘরেই ঘরেই পরিষ্কার করি। কিন্তু সোনার গয়না পরিষ্কার করতে গিয়ে কিছু ভুল করছেন না তো? জেনে নিন…

হালকা উষ্ণ দল নিন একটি পাত্রে। কয়েক ফোঁটা লিকুইড সাবান যোগ করুন। ১০-১৫ মিনিট ওই জলে ভিজিয়ে রাখুন সোনার গয়না। এবার নরম ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে জলে ধুয়ে শুকিয়ে নিন। ব্যস, দেখবেন কেমন ঝকঝকে হয়ে উঠছে আপনার গয়না।

থালা-বাসন মাজতে যে ডিশ সোপ ব্যবহার করেন, তা পাথর বসানো সোনার গয়না পরিষ্কার করার কাজে লাগতে পারে। জলে ডিশ সোপ গুলে নিন। তার মধ্যে ভিজিয়ে রেখে হালকা হাতে ঘষে নিন।

কানের দুল, আংটি পরিষ্কার করার সময় ভিতরের অংশের ময়লাও ব্রাশ দিয়ে ঘষে নিন। তবে ব্রাশ যেন নরম হয়।

সোনার গয়না পরিষ্কার করার অ্যামোনিয়াও পাওয়া যায় বাজারে। হিরে এবং সোনার গয়না পরিষ্কারে ব্যবহার করা যায়।

সোনার গয়না পরিষ্কার করতে কখনও ভিনিগার ব্যবহার করবেন না। নিতান্ত না পারলে, স্বর্ণকারের কাছে নিয়ে যান।

টুথ পেস্ট বা বেকিং সোডা দিয়েও সোনা পরিষ্কার করবেন না। তার পরিবর্তে ডিটারজেন্ট পাওডার ব্যবহার করতে পারেন।

ব্লিচ ব্যবহার করবেন না সোনার গয়নার উপর। এতে ধাতু ক্ষতিগ্রস্ত হয়। পাথর বসানো থাকলেও, ক্ষতি হবে।

সবসময় যদি গয়না পরে থাকেন, সেক্ষেত্রে মাসে দু’বার পরিষ্কার করতে পারেন। এতে নতুনের মতো থাকবে গয়না। বছরে অন্তত একবার পেশাদারকে দিয়ে পরিষ্কার করান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here