তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিজেপির মিছিল থেকে দু’জন তরুণীকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। অভিযোগ, হেফাজতে নিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। এ বার এই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

মঙ্গলবার হাই কোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এ বিষয়ে বলেন, ‘‘পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যে ভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে, তাতে পুলিশের উপর আদালতের আর ভরসা নেই। তাই ওই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক।’’

বিচারপতি ভরদ্বাজের নির্দেশ, আগামী ১৫ নভেম্বর আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here