ধর্মতলায় ১০ দফা দাবিতে সাত জন জুনিয়র ডাক্তার অনশন করছেন। তাঁদের এই আন্দোলনকে সমর্থন করেছেন সিনিয়র ডাক্তাররা। এবার আরও বড় সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অনশন ও আন্দোলনের সমর্থনে মঙ্গলবার গণ ইস্তফা দিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা। তারপরেই নড়েচড়ে বসেছে নবান্ন। অচলাবস্থা কাটাতে এ বার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শোনা যাচ্ছে, বৈঠকে প্রবলভাবে থাকার সম্ভাবনা স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের।

মঙ্গলবার সকালেই এক সঙ্গে ইস্তফা দিয়েছেন প্রায় ৫০ জন চিকিৎসক। তারপর থেকে চারদিকে জল্পনা, মেডিক্যাল কলেজ, এসএসকেএম-সহ অন্যান্য সরকারি হাসপাতালের চিকিৎসকরাও একই পথে হাঁটতে পারেন। এর ফলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ঘিরেই তৈরি হতে পারে অচলাবস্থা। ফলে বাধ্য হয়ে তড়িঘড়ি জরুরি ভিত্তিতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্য সচিব। বৈঠকে থাকতে পারেন স্বাস্থ্য সচিবও।

দাবি আদায়ে গত শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। কর্মবিরতি প্রত্যাহার করার পরেই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু সিনিয়র ডাক্তারেরা এ বার গণ ইস্তফা দেওয়ায় পুজোর মধ্যে ফের চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হতে পারে। আর এই চিন্তাতেই ঘুম উড়েছে প্রশাসনের। সরকারের উপর চাপ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here