আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আবার এলেন সিবিআই আধিকারিকেরা। তাঁদের শুক্রবারেরঝটিকা সফরের কারণ অধ্যক্ষের দফতর পরিদর্শন। এর আগে সিবিআই আধিকারিকরা এসে জরুরি বিভাগ ও মর্গ পরিদর্শন করেছিলেন।

শুক্রবার দুপুরে সিবিআইয়ের কয়েক জন তদন্তকারী অফিসার এসে অধ্যক্ষের দফতরের ভবনটিতে যান। এর আগে বেশ কয়েক বার আরজি করের ঘটনার তদন্তে জরুরি বিভাগের ভবনটিতে এসে অনুসন্ধান করতে দেখা গিয়েছে সিবিআইকে। বৃহস্পতিবার আরজি করের মর্গে গিয়েছিলেন কয়েক জন তদন্তকারী আধিকারিক।

গত ৯ অগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। অভিযোগ ওঠে ধর্ষণ এবং খুনের। এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা পুলিশের থেকে তদন্ত ভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। তারপর থেকে তরুণী খুনের তদন্তের পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই।  আরজি করের আর্থিক দুর্নীতির ওই মামলায় হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন ‘সন্দীপ-ঘনিষ্ঠ’ বলে পরিচিত আরজি করের ফরন্সিকের শিক্ষক দেবাশিস সোমও।

এই দেবাশিস সোম বিভিন্ন ক্ষেত্রে ফরেন্সিক বিশেষজ্ঞ হিসাবে দেহ পরীক্ষার কাজে যুক্ত থাকতেন। কলকাতা হাই কোর্টে সন্দীপদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে মৃতদেহ লোপাটের অভিযোগও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here