সন্দেশখালিতে তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনা তরুণীর বাড়িতে সবসময়ের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মামলার তদন্ত রিপোর্ট আগামী সোমবার পুলিশকে আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির এক তৃণমূল নেতা ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী। অভিযোগ, গত বছর মে মাসে সেখানকার তৃণমূল নেতা ও তাঁর দলবল মিলে মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেছিলেন। তরুণীর অভিযোগ, পুলিশে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তারপরেই আদালতের দ্বারস্থ হন তরুণী।
বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতির নির্দেশ, নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার পুলিশ নিরাপত্তা দিতে হবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন পুলিশকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।