আরজি কর কান্ড নিয়ে যখন গোটা দেশ গর্জে উঠেছে। ঠিক সেই সময়েই ফের সিভিক ভলান্টিয়ারের নামে অভিযোগ উঠল। কিন্তু হঠাৎ করে কী হল? জানা গিয়েছে, সিথির মোড় এলাকায় শুক্রবার রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মসূচির আয়োজন করেছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া এবং প্রাক্তনীরা। রাত ১১টা থেকে রাস্তার এক দিক আটকে পথনাটিকা চলেছে। আরজি করের ঘটনার বিচার চেয়ে রাতে রাস্তায় প্রতিবাদী স্লোগানও লিখে দেওয়া হয়।অভিযোগ, রাত সাড়ে ৩টে নাগাদ গোলমাল শুরু হয়। মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলান্টিয়ার পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারেন বলে অভিযোগ। পুলিশের বাইকেই ছিলেন তিনি।
এই ঘটনার পরই বরাহনগর এলাকায় ভোর ৪টে থেকে অবরুদ্ধ বিটি রোড। ডানলপের দিক থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার পথে সিঁথির মোড়ে অবরোধ চলছে। কোনও গাড়ি সিঁথির মোড় থেকে এগোতে পারছে না। ডানলপের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ রাখা হয়েছে। যার জেরে যানজট রয়েছে শ্যামবাজার পর্যন্ত। কর্তব্যরত এক পুলিশকর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা। তাঁদের দাবি, ওই সিভিককে এখানে নিয়ে আসতে হবে এবং আমাদের সামনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।