টেস্টের প্রথম দিনেই বিতর্ক। বর্ডার গাভাসকর ট্রফি সিরিজ শুরুর প্রথম দিনেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গেল। শুক্রবার ম্যাচের প্রথম সেশন শেষ হওয়ার কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটে। বিতর্কিত আউট দেওয়া হয় কেএল রাহুল’কে।
৫ রান করে বিরাট কোহলি সাজঘরে ফেরার পর ভারতীয় দলের হয়ে লড়াই করছিলেন একমাত্র রাহুল(৭৪ বলে ২৬)। কিন্তু তাঁকে যে ভাবে ফেরানো হল তাতে কার্যত ক্ষুব্ধ সমর্থকরা। এ দিন মিচেল স্টার্কের ওভারের একটি বল ছাড়ার সময় রাহুলের ব্যাটটি প্যাডে লাগে এবং আলেক্স ক্যারি সেটি ক্যাচ ধরেন। ফিল্ড আম্পায়ার প্ৰথমে আউট দেননি। অজি অধিনায়ক প্যাট কামিন্স তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। মাঠের বড় স্ক্রিনে রিভিউ দেখানোর সময় স্নিকো’তে শব্দ হওয়ার স্পাইক দেখা যায়। কিন্তু ক্যামেরায় ধরা দেখা যায়, বলটি ব্যাট থেকে কিছুটা দূরে রয়েছে। ক্যামেরায় এই দৃশ্য দেখার পরেও তৃতীয় আম্পায়ার রাহুলকে আউট দেন। এই ঘটনার পরেই মেজাজ হারাতে দেখা যায় তাঁকে।
পার্থের পিচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জশপ্রীত বুমরাহ। কিন্তু শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। যশস্বী জয়সওয়াল এবং দেবদূত প্যাডিকল রান পাননি। ৫ রান করা কোহলি কট বিহাইন্ড হয়ে মাঠ ছাড়েন। ঋষভ পন্থ(৩৭), ধ্রুব জুড়েল(১১)’রা কিছুটা রান উইকেট ধরে খেলার চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তাঁরা। ব্যর্থ হন ওয়াসিংটন সুন্দর(৪)। ভাল খেলেন নীতিশ কুমার রেড্ডি(৪১)। এই সুবাদে কোনও রকমে ১৫০ রান করে ভারত।http://<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>A decision that got everyone talking! 😳<br><br>OUT or NOT OUT? What&#39;s your take on <a href=”https://twitter.com/hashtag/KLRahul?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#KLRahul</a>&#39;s dismissal? 👀<br><br>📺 <a href=”https://twitter.com/hashtag/AUSvINDOnStar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#AUSvINDOnStar</a> 👉 1st Test, Day 1, LIVE NOW! <a href=”https://twitter.com/hashtag/AUSvIND?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#AUSvIND</a> <a href=”https://twitter.com/hashtag/ToughestRivalry?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#ToughestRivalry</a> <a href=”https://t.co/r4osnDOLyG”>pic.twitter.com/r4osnDOLyG</a></p>&mdash; Star Sports (@StarSportsIndia) <a href=”https://twitter.com/StarSportsIndia/status/1859829610646732869?ref_src=twsrc%5Etfw”>November 22, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here