হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। আগামী ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে নতুন লুকে সামনে এলেন বিরাট কোহলি।
পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করার পর ফের ব্যাটে রান পাননি কোহলি। অফ স্ট্যাম্পের বাইরের বল ছাড়তে গিয়ে উইকেট খুইয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। যা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। যদিও সে সব তিনি কানে নেন না। মেলবোর্ন টেস্টের আগে নতুন লুকে সমর্থকদের সামনে এলেন কোহলি। অস্ট্রেলিয়ার খ্যাতনামী শিল্পী জর্ডন তাবকম্যানের কাছে গিয়েছিলেন কোহলি। তিনিই সমাজমাধ্যমে কোহলির নতুন লুকের ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, “রাজার নতুন মুকুট।” নতুন লুকে কোহলিকে আরও ফিট দেখাবে বলে দাবি তাবকম্যানের। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের আগেও অস্ট্রেলীয় শিল্পীর দ্বারস্থ হয়েছিলেন কোহলি। সে বার তাঁর সঙ্গী ছিলেন হার্দিক পান্ডিয়া, ঈশান কিশনও। এ বার অবশ্য সাজ বদলাতে কোহলি একাই গিয়েছিলেন। তবে নতুন লুকে সামনে এলেও টেস্টে নতুন বিরাট’কে দেখা যাচ্ছে না। একের পর এক ম্যাচে বাইরের বল খেলতে গিয়ে আউট হচ্ছেন তিনি। যা হতাশা বাড়াচ্ছে তাঁর ভক্তকুলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here