ছিটকে গেল বাংলা। ২৯তম সিনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে হার হজম করলেন বাংলার মেয়েরা। শনিবার মণিপুরের বিরুদ্ধে ০-৩ গোলে পরাজিত হন তাঁরা।

এ দিন প্রথমার্ধে গোল খায়নি বাংলা। প্রথমার্ধে লড়াই করছিলেন স্বরস্বতী মুর্মু-রিমপা হালদার’রা। কিন্তু দ্বিতীয়ার্ধে মণিপুরের সামনে দাঁড়াতে পারেননি তাঁরা। এই অর্ধের শুরু থেকেই বেশ খানিকটা চাপে দেখা যায় বাংলা’কে। ৫৩ মিনিটের মাথায় ডেডলক ভাঙে মণিপুর। গোল করেন দংমেই গ্রেস। প্রথম গোলের দুই মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল হয় মণিপুরের। ফলাফল ০-২ করেন নাওরেম প্রিয়াঙ্কা দেবী। এরপর ৭৯ মিনিটে বাংলার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হেমাম শিল্কি দেবী। ম্যাচের শেষ গোলটি হয় তাঁর সৌজন্যে। এই সুবাদে ৩ গোলে হেরে মাঠ ছাড়েন বাংলার মেয়েরা। সিনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে হারের ফলে বাংলার সমর্থকদের হতাশা বাড়ল তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here