মঙ্গলবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। আন্দোলনকারীদের আটকাতে হাওড়ার জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল। যদিও কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভাঙতে শুরু করে দেয়। এরপরই শুরু হয়ে যায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ। এরপপরই বুধবার বাংলা বনধের ডাক দেন বিজেপি।
আজ সকালেই বনধ সফল করতে পথে নেমেছেন অগ্নিমিত্রা পাল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অগ্নিমিত্রা বলেন, “খুব ঘৃণ্য আচরণ। এদের শিরদাঁড়া বিক্রি হয়ে গিয়েছে। পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছে। বুধবার সকাল থেকে কলকাতায় রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। বাংলা বনধ সফল করতে সকাল থেকে তৎপর পদ্মশিবির। কলকাতায় বিভিন্ন জায়গায় সকাল থেকে পথে নামতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের।