গতকাল নবান্ন অভিযান ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে প্রায় ধুন্ধুমার অবস্থা হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উপর জলকামান ও কাঁদানে গ্যাসের সেল ফাটানো শুরু করে পুলিশবাহিনী। এরপরই আজ বুধবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেন বিজেপি। তার জেরে সকাল থেকেই জেলায় জেলায় অবরোধ শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। ব্যাহত হয়েছে রেল পরিষেবা। তবে বনধ রুখতে বুধবার সকাল থেকে কলকাতায় রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সকালে দেখা মিলল পর্যাপ্ত পুলিশের।
সকালে শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে পুলিশ গিয়ে বনধ সমর্থনকারীদের সেখান থেকে হটিয়ে দেয়।বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে আসরে নেমে পড়েছেন বনধের সমর্থনে। কয়েক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত বচসা, ধস্তাধস্তির ছবি ধরা পড়েছে। টালা সেতুর উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী-সমর্থকরা।শ্যামবাজারে বনধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। পরিস্থিতি সামলাতে পুলিশ তাঁদের গাড়ি তুলে অন্যত্র নিয়ে যান।