একটু ছোট বেলার দিকে তাকালেই মনে পরবে যে বাবা হোক কাকারা দাড়ি কাটতে গিয়ে কেটে গেলেই ফিটকিরি ঘষে দিত। তবে আজকাল কার দিনে পাড়ার মোড়ে সেলুনে দাড়ি কাটার পরে ফিটকিরি ঘষে দেওয়ার চল রয়েছে। তার কারণ এটি হল আসলে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক। যা ত্বকের কোনও সমস‌্যা হতে দেয়না।

অনেকেই হয়তো জানেন না যে ত্বকের নানা সমস্যা দূর করতে টোটকা হিসাবেও ব্যবহার করা হয় ফিটকিরি। চাইলে গুঁড়ো করে ফেস প্যাকে মিশিয়ে নিয়েও ত্বকে লাগাতে পারেন।

 

কী উপকার হয় ফিটকিরি লাগালে?

ফিটকিরির অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। মুখে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস-এর সমস্যা নিয়ন্ত্রণে দারুণ উপকারী এই ফিটকিরি। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উপরে জমা মৃত কোষ সরিয়ে ত্বকের হারানো জেল্লা ফেরাতে সাহায্য করে।

কোন পদ্ধতিতে ব্যবহার করলে মিলবে ফল?

গোলাপজলের সঙ্গে অল্প ফিটকিরি গুঁড়ো মিশিয়ে প্যাকের মতো মুখে মেখে নিতে পারেন। ১০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিলেই হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here