বড় শাস্তির মুখে শাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা(ICC) তাঁর বোলিং’কে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ এখন থেকে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে আর বল করতে পারবেন না বাংলাদেশি তারকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “আইসিসির তরফে জানানো হয়েছে যে, শাকিব আল হাসানকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত সমস্ত প্রতিযোগিতায় বল করতে নিষেধ করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটেও বল করতে পারবেন না তিনি।” কিছু দিন আগে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবি’র মতো শাকিব’কে এবার নিষিদ্ধ করল আইসিসি’ও। যার ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি’তে তাঁর খেলা নিয়ে জটিলতা তৈরি হল। তবে তিনি আর কখনও বোলিং করতে পারবেন না, তা নয়। পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শাকিব। সেই পরীক্ষায় পাশ করলে ফের বোলিং করার সুযোগ দেওয়া হবে তাঁকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here