দেশজুড়ে ক্ষোভের মধ্যে বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে পদত্যাগপত্র জমা দিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র দৈনিক প্রথম আলো’য় শেখ হাসিনার দেশ ত্যাগের খবর প্রকাশিত হয়েছে। হাসিনার সঙ্গে রয়েছেন তাঁর বোন শেখ রেহানা।
স্থানীয় সময় দুপুর আড়াইটেই নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ফলে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। সামাল দিতে বাংলাদেশের রাস্তা সেনাবাহিনীর দখলে গিয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে গণভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা।
প্রবল ক্ষোভ দানা বেঁধেছে বাংলাদেশের জনমানসে। ফলে বাংলার যিনি বন্ধু সেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙতেও দ্বিধা করছেন না বিক্ষোভকারীরা। এর মধ্যে শেখ হাসিনার বাংলাদেশ থেকে পলায়ন আগুনে যে ঘি ঢালার কাজ করবে তা বলা বাহুল্য।
ইতিমধ্যেই ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মোবাইল পরিষেবা। বাংলাদেশের সব রাস্তা এখন সেনাবাহিনীর দখলে। জানা গিয়েছে আগরতলা হয়ে কলকাতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here