মুখকে দাগহীন ও সুন্দর করতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। ওষধি গুণে ভরপুর অ্যালোভেরায় ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন যে অ্যালোভেরার অতিরিক্ত ব্যবহার আপনার মুখের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। এর কারণে ত্বকও কালো হয়ে যায় বলে ধারণা করা হয়। সত্যিই কি তা হয়, চলুন জেনে নিই বিস্তারিত।

অ্যালোভেরা ব্যবহার করলে কি মুখ কালো হয়ে যায়?

অ্যালোভেরা লাগালে ত্বক কালো হয় না, তবে কিছু কিছু অবস্থায় তা অবশ্যই ত্বকের ক্ষতি করে। শুষ্ক ত্বকের সমস্যায় অ্যালোভেরা উপকারী। কিন্তু আপনার ত্বক যদি এমনিতেই তৈলাক্ত হয়ে থাকে, তাহলে তা ত্বকে তেলের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। ফলে ব্রণ এবং পিম্পলের সমস্যা হতে পারে।

তৈলাক্ত ত্বকে আপনার অ্যালোভেরা খুব বেশি প্রয়োগ করা এড়িয়ে চলা উচিৎ। আপনার মুখে যদি ইতিমধ্যেই ব্রণ থাকে, তবে আপনার অ্যালোভেরা ব্যবহার এড়িয়ে চলা উচিৎ। কোনও কসমেটিক সার্জারি হয়ে থাকলেও অ্যালোভেরা প্রয়োগ উচিৎ নয়।

যারা সরাসরি গাছ থেকে অ্যালোভেরা তুলে এর জেল বের করে মুখে লাগান তাদের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কারণ অ্যালোভেরার পাতা থেকে জেলির সঙ্গে একটি হলুদ পদার্থও বের হয়। তাকে অ্যালো লেটেক্স বলা হয়, এটি একটি বিষাক্ত পদার্থ। এই অ্যালো লেটেক্স ত্বকে ছোট ছোট পিম্পল সৃষ্টি করতে পারে। আপনার ত্বক যদি খুব সংবেদনশীল হয়, তাহলে মুখে অ্যালোভেরা লাগানোর আগে এক্সপার্টের পরামর্শ নিন।

অ্যালোভেরা লাগানোর সঠিক উপায় কী?

অ্যালোভেরা পাতা ছিঁড়ে রাখুন। কিছুক্ষণ পর তা থেকে অ্যালো ল্যাটেক্স নামক ওই বিষাক্ত পদার্থটি বেরিয়ে আসবে। তারপর এর পাতা ভাল করে ধুয়ে নিন। এরপর মাঝখান থেকে পাতা কেটে জেল বের করে নিন। তারপর এই জেলটি মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন এতে ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here