জামিনে মুক্তি পাওয়ার পরেই তাঁর অভিনীত ছবি ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে সমবেদনা জানালেন অল্লু অর্জুন। একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন। জোড় হাত করে বললেন, তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশেই আছেন। প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার নিতেও প্রস্তুত।
রবিবার টুইটারে একটি পোস্ট করে অল্লু লেখেন, “আইনি পদক্ষেপের কারণে দুর্গত পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছি না। কিন্তু আমার মন পড়ে আছে ওঁদের কাছেই। অঘটনের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবারের বাকিরাও যাতে নিজেদের সামলে উঠতে পারেন তার জন্য প্রার্থনা জানাচ্ছি। ওঁদের পরিবারের সকলকে সমবেদনা জানাই।”
৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে। সেদিন সন্ধ্যা থিয়েটারে উপস্থিত ছিলেন অল্লু। দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন রেবতি এবং তাঁর ছেলে শ্রী তেজ। নায়ককে চোখের সামনে দেখে নিজেদের ধরে রাখতে পারেননি উপস্থিত দর্শকেরা। অল্লুকে ছুঁয়ে দেখার তাগিদ থেকেই বাড়তে থাকে ভিড়। অসুস্থ বোধ করতে থাকেন রেবতি। ভিড় সরাতে স্থানীয় প্রশাসন এর পরেই জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। তখনই পদপিষ্ট হন রেবতি এবং তাঁর ছেলে। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যে মৃত্যু হয় রেবতির। চিকিৎসা চলছে তাঁর কিশোর ছেলের।