ফের আরজি করের ছায়া! এ বার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে। হাসপাতালের পরিত্যক্ত হস্টেলে এক মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। নির্যাতিতা এবং অভিযুক্ত- দু’জনের বয়সই ২৫ বছর।
রবিবার ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রের সরকারি মেডিক্যাল কলেজের একটি পরিত্যক্ত হস্টেলে। সোমবার গোয়ালিয়রের পুলিশ সুপার অশোক জাদন জানিয়েছেন, নির্যাতিতা গজরাজ মেডিক্যাল কলেজের ছাত্রী। থাকতেন মেয়েদের হস্টেলে
অভিযুক্ত নির্যাতিতার সহপাঠী। ঘটনার দিন অভিযুক্ত জুনিয়র ডাক্তার নির্যাতিতাকে ওই পরিত্যক্ত হস্টেলে ডেকে পাঠান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা পরে কম্পু থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।