প্রতিবছর পালিত হয় মকর সংক্রান্তি উৎসব। চলতি বছর ১৪ জানুয়ারি পালিত হবে এই বিশেষ উৎসব। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৯ বছর পর মকর সংক্রান্তিতে এক বিশেষ কাকতাল ঘটতে চলেছে।
চলতি বছর মকর সংক্রান্তি পড়েছে মঙ্গলবার। পুষ্য নক্ষত্রের একটি বিরল ঘটনা ঘটবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মকর সংক্রান্তিতে তিনটি রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জানুন সেই রাশিচক্রের মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা?
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তির সময়ে অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনারা পিছিয়ে যাবেন না। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার। চাকরি থেকে ব্যবসায় মিলবে সফলতা। দাম্পত্য জীবনেও ফিরবে মধুরতা। কোনও কাজে পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। এসময় নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময়ে অনুকূলে থাকবে। এসময়ে যেকোনও শুভ কাজেই আপনার লাভ হবে। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এসময় শরীরেও আপনার ভালো থাকবে, পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। চাকরি থেকে ব্যবসায় উন্নতি হবে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। এসময় নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। অর্থপ্রাপ্তি নিশ্চিত। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভাল থাকবে। এই সময় আপনার সঙ্গে আপনার পরিবারের যে বিবাদ ছিল তা মিটে যাবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। সোনা ব্যবসায়ীদের জন্য ভাগ্যের দ্বার খুলবে। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। তাছাড়া এসময় বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। তাছাড়া তাদের বেতন বাড়তে পারে।