আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। সমাজে এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বহু সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। সকলেই বিক্ষোভ, প্রতিবাদ মিছিলে নেমেছেন। সকলের একটাই দাবি, মহিলা সুরক্ষা। রাতের অন্ধকারে অন ডিউটিতে থাকাকালীন অবস্থায় এমন ভয়ানক ঘটনা ঘটতে পারে বলে কারোরই জানা নেই। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘ধর্ষকের কোনও আলাদা পরিচয় হয় না, সে ধর্ষকই’, এনকাউন্টার করে মারা উচিত ।

অভিষেকের কথায়, যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক, নারকীয়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্য সরকারের অবস্থান জানিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতারও হয়েছে। অভিষেক বলেন, “আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার, যেখানে সাত দিনের মধ্যে খুনি ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। দোষীকে ধরে আবার বিচার করার কী দরকার। সঙ্গে সঙ্গে এনকাউন্টার নয়তো ফাঁসিতে ঝোলানো উচিত। অভিষেকের কথায়, “যারা এই ঘটনা ঘটিয়েছে সে ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, কৃষক নাকি শ্রমিক, ধর্ষকের তো কোনও জাত হয় না। খুনির তো আলাদা পরিচয় নেই। ধর্ষকের তো কোনও জাত হয় না। সে ধর্ষকই। তার সমাজে থাকার কোনও অধিকার নেই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here