উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে দিনে দুপুরে হল শুটআউট। স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে গুলি চলে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের রাস্তায়। তিন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় এক যুবকের দিকে। বুকে গুলি লেগে পড়ে যান সেই যুবক, নাম মোহাম্মদ ইন্দাজ।
জানা যাচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস থেকে কয়েক মিটার দূরত্বে ঘটনাটি ঘটেছে। রাস্তায় লোকজনও ছিলেন। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। গুলিবিদ্ধ যুবককে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চলতি মাসের ২ তারিখ মালদহে গুলিতে খুন হন দুলাল সরকার নামে তৃণমূলের এক কাউন্সিলর। তার কয়েক দিন পর মালদহে আবার গুলি চলার অভিযোগ ওঠে। তাতেও জখম হন এক তৃণমূল নেতা। এক তৃণমূল কর্মীর মাথা থেঁতলে খুন করা হয়। দু’টি ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।