রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে নবান্ন। ঠিক পাশেই তৈরি করছে বিশেষ মনিটরিং সেল। রাজ্যের যে কোনও জায়গার সিসিটিভি ফুটেজ দেখা যাবে ওই ঘর থেকে। সব ঠিক থাকলে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগেই ওই মনিটরিং সেল খুলে দেওয়া হবে।

রাজ্যের কোনও জায়গায় কোনও দুর্ঘটনা বা গোলমালের ঘটনা ঘটলে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার উপর ভরসা করে পুলিশ। রাজ্য পুলিশের কর্তারা রিপোর্ট চাইলেও প্রমাণের স্বার্থে সিসিটিভি ফুটেজের উপর জোর দেওয়া হয়। এবার নবান্ন থেকে সরাসরি নজরদারি করার ব্যবস্থা করা হচ্ছে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তত্ত্বাবধানে নবান্নের অদূরে ডিজি কন্ট্রোল রুমে শুরু হয়েছে ‘মনিটরিং সেল’ তৈরির কাজ। জানা যাচ্ছে, ওয়েবেল-সহ তিনটি সরকারি এবং বেসরকারি সংস্থা এই কক্ষ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে।

২০২৬ সালের মধ্যে কাজ শেষ করে ফেলার পরিকল্পনা থাকলেও বেশ কিছু বাধাও আছে। যেমন, অনেক গ্রামীণ এলাকায় এখনও সিসি ক্যামেরার বন্দোবস্ত করা যায়নি। আবার অনেক রাস্তার সিসি ক্যামেরা খারাপ হয়ে পড়ে রয়েছে। তাই সবার আগে সেইসব বিষয়গুলির দিকেই নজর দিতে চাইছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here