জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল ইসলামাবাদ। পুলিশ এবং ইমরান-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছে ছ’জন সরকারি নিরাপত্তাকর্মীর। মঙ্গলবার রাত থেকে আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে সংঘাত। পুলিশের গুলিতে একাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলেও খবর।
মঙ্গলবার ইসলামাবাদের বিভিন্ন জায়গায় জমায়েত করেন ইমরান-সমর্থকেরা। গাড়ি থেকে দেশাত্মবোধক গান বাজানো হয়। পুলিশের বসানো ব্যারিকেডও ভেঙে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা প্রতিবাদনৃত্য করেন। কেউ কেউ স্লোগান তোলেন, “বিপ্লব! বিপ্লব!”
এর পরেই দু’পক্ষের সংঘাত শুরু হয়। সংঘাত তীব্র হতেই ইমরানের স্ত্রী বুশরা বিবি, যাঁর নেতৃত্বে বিক্ষোভ মিছিল চলছিল, তিনি এলাকা ছেড়ে বেরিয়ে যান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সংঘর্ষের জেরে আহত হন অনেকে। বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। অভিযান চলাকালীন এলাকার আলো নিভিয়ে দেওয়া হয় বলেও খবর। এমনকি, ইমরানের সমর্থকদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয় পাক সেনাকে।
২০২৩ সালের অগস্ট থেকে জেলবন্দি ইমরান। সম্প্রতি কারাবন্দি অবস্থাতেই রাজধানী ইসলামাবাদ-সহ পাকিস্তানের বড় শহরগুলি জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী তথা পিটিআই (পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ) প্রধান।
ইমরানের অভিযোগ, তাঁর দলের নেতা-কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে। দলকে নিশ্চিহ্ন করার জন্য এমনটা করছে সরকার পক্ষ।
ইমরান এ-ও দাবি করেন, নির্বাচনে গায়ের জোরে জনাদেশ বদলে ক্ষমতা দখল করেছে শাহবাজ় শরিফের পিএমএল(এন) ও পিপিপি-র জোট সরকার। সংবিধানের ২৬তম সংশোধনী পাশ নিয়েও আপত্তি জানান তিনি।