শুক্রবার সকালে আগুন লাগল তপসিয়ার বস্তিতে। ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন পৌঁছেছে। পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে বস্তিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় আকাশ। যে জায়গায় আগুন লেগেছে, তার পাশে একটি বহুতলও রয়েছে। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। বহু ঝুপড়ি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তা সিলিন্ডার ফাটার শব্দ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বহু ঝুপড়ি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
দমকল পৌঁছনোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে কেন এত দেরি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়েরা।