![FotoJet - 2025-02-05T181259.045](https://sportsnscreen.com/wp-content/uploads/2025/02/FotoJet-2025-02-05T181259.045.jpg)
সানস্ক্রিন লোশন অনেকেই এখন ব্যবহার করেন।কিন্তু বাজারচলতি সানস্ক্রিনে বেশ কিছু রাসায়নিক থাকে। এই রাসায়নিকগুলি আমাদের ত্বকের জন্য বিপজ্জনক। তাই বাড়িতেই বানিয়ে নিন প্রাকৃতিক সানস্ক্রিন। কী কী দিয়ে প্রাকৃতিক উপায়ে সানস্ক্রিন বানানো সম্ভব জেনে নিন।
১. গ্রিন টি ও ল্যাভেন্ডার তেল – ল্যাভেন্ডার তেলের মধ্যে প্রথমে গ্রিন টিয়ের পাতা অল্প আঁচে গরম করতে হবে। গরম করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে নেবেন। ১৫-২০ মিনিট পর চায়ের পাতা ছেঁকে নিলেই তৈরি সানস্ক্রিন।
২. শশা ও অ্যালোভেরা – প্রথমে শশা একদম ছোট কুচি করে কেটে নিন। এবারে অ্যালোভেরার পাতা থেকে কিছুটা কেটে বার করে নিন এর জেলি। এবার জেলি ও শশা একসঙ্গে মিক্সারে দিয়ে পেস্ট করে নিলেই তৈরি সানস্ক্রিন।
৩. অ্যালোভেরা ও নারকেল তেল – অ্যালোভেরা জেল প্রথমে পাতা কেটে বার করে নিন। এবার তার মধ্যে নারকেল তেল দিয়ে একটি মিক্সারে পেস্ট করে নিলেই তৈরি সানস্ক্রিন।
৪. অ্যাভোকাডো তেল ও কোকো বাটার – এই দুটি উপাদানে একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে ত্বকে প্রয়োগ করুন। এই সানস্ক্রিন ত্বককে পুষ্টির পাশাপাশি হাইড্রেশন জোগায়।
৫. ভিটামিন ই ক্যাপসুল ও অলিভ তেল – অল্প অলিভ অয়েলের মধ্যে ওষুধের দোকান থেকে কিনে আনা ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে প্রয়োগ করে রোজ কাজে বেরোন। এই দুটি উপাদান সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
৬. শিয়া বাটার ও নারকেল তেল – শিয়া বাটারের সঙ্গে কিছুটা নারকেল তেল মিশিয়ে নিতে হবে একটি মিক্সারে। এবার এই মিশ্রণটি ত্বকে প্রয়োগ করতে হবে।