এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা কঠিন পরিশ্রম করার পরেও তাঁরা জীবনে উন্নতি করতে পারেন না। তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে বাস্তুত্রুটি।

তাই যদি আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে, তা কাটাতে চান ও জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই এগুলি মানবেন। তাছাড়া টাকা সব সময় সঠিক দিকে রাখা উচিত। যেখানে সেখানে টাকা রাখলে জীবনে নানা সমস্যা আসে। এই জায়গাগুলোতে বাড়িতে কখনওই টাকা রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। জানেন কোন কোন জায়গায় টাকা রাখবেন না?

অন্ধকার

আপনি আপনার বাড়ির অন্ধকারের দিকে একদমই আলমারি রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এটি রাখলে আপনার বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হবে। আর এই জায়গায় যদি টাকা রাখেন, তাহলে আপনার অর্থহানি হতে পারে এবং সম্পদ কখনোই বাড়বে না। আপনার জীবনে নানান সমস্যা আসবে। তাই আগেই সাবধান হোন।

বাথরুম

বাথরুমের কাছে কখনওই আলমারিতে টাকা রাখবেন না, এটি খুব খারাপ। এটি আপনার জীবনে নানা সমস্যা আনবে। এতে দেবী লক্ষ্মীও ক্রমশ রেগে যেতে থাকবেন। এবং আপনার অর্থহানি হবে।

উপহারে

যদি আপনি কারও কাছ থেকে কোনও উপহার পান, তা গয়না, ঘড়ি কিংবা যেকোনও বাক্স, সেখানে কখনওই নিজের টাকা রাখবেন না। এতে আপনার জীবনে নানা সমস্যা আসবে। এমনকি জমানো টাকা শেষ হয়ে যাবে।

আলমারি পরিষ্কার রাখবেন

আলমারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে সম্পদের দেবী খুশি হন। ভাঙা জিনিস রাখবেন না আলমারিতে। কারণ এখানে টাকা রাখলে আপনার জীবনে অর্থসঙ্কট আসতে পারে।

এমন ভাবে টাকা রাখবেন না

চারদিকে টাকা, পয়সা ছড়িয়ে রাখবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। এতে আপনাকে অর্থ সঙ্কট ঘিরে ধরবে। যতই আপনি টাকা জন্মান না কেন, তা আপনার কাছে থাকবে না। বাড়তি খরচ বাড়তে থাকবে। টাকা যেহেতু মা লক্ষ্মীর দান, সেহেতু তা সঠিক জায়গায় রাখা খুব দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here