বর্তমানে বিয়ের মরসুম চলছে। এই সময় আইবুড়ো ভাত খাওয়ানোরও একটা হিড়িক থাকে। এখন ভাত, ডাল, মাছ তরকারি এসব খাওইয়ানোর থেকে রাইস, চিলিচিকেন, পোলাও, বিরিয়ানি এসবই বর-কনেদের পছন্দের হয়। তাই আইবুড়ো ভাতের থালাতেও এসবই যায়গা পায়। সেক্ষেত্রে আপনি যদি কিছু নতুন খাওয়াতে চান তবে ট্রাই করতে পারেন মিক্সড বিরিয়ানি। দেখে নিন কীভাবে বানাবেন-

উপকরণ

বোনলেস চিকেন, চিংড়ি, বোনলেস মাটন, বাসমতী চাল। স্লাইস করে কাটা পেঁয়াজ, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, কুরিয়ে নেওয়া জায়ফল, জয়িত্রী, তারা মৌরী (স্টার অ্যানেস), তেজপাতা, দই, কাজুবাদাম, তেল, ঘি।

মশলা- ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। সঙ্গে বিরিয়ানি মশলা ও গোটা গরম মশলা।

রন্ধণ প্রণালী-

চিকেন, মাটন ও চিংড়ি ধুয়ে নিতে হবে ভাল ভাবে। এর পর দই, নুন, লঙ্কা গুঁড়ো ও শুকনো গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিন ৪ ঘণ্টার মতো।

কড়াইতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ ভেজে তুলে রাখুন। তার পর ওই একই তেলে আদা রসুন বাটা দিয়ে কষে নিন। এর মধ্যে মাটন, চিংড়ি, চিকেন দিয়ে ভাল ভাবে কষতে থাকুন। গ্রেভি টেনে নিলে নামিয়ে নিন।

হাঁড়িতে জল ফুটিয়ে তাতে গরম মশলা ও নুন দিয়ে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। আধ সেদ্ধ করে নামিয়ে ফেলুন।

এর পর একটা বড় হাঁড়িতে তেল ও ঘি মাখিয়ে নিন। পরতে পরতে দিয়ে দিন ভাত, তিন রকম আমিষ, পেঁয়াজ, জাফরান ও কাজুবাদাম। হাঁড়ির মুখ বন্ধ করে অল্প আঁচে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। নামিয়ে নেওয়ার পর ওই ভাবেই কিছুক্ষণ রেখে দিয়ে তার পর হাঁড়ির মুখ খুলে দিন। এবার গরম গরম পরিবেশন করুন মিক্সড বিরিয়ানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here