মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয়। এখন চলছে মাঘ মাস। অর্থাৎ সামনে মাসেই পড়েছে মহা শিবরাত্রি। এদিন পর্যন্তই চলবে মহাকুম্ভের মেলা।

ভক্তদের বিশ্বাস, খুব সহজ উপাচারেও শিবঠাকুর হন সন্তুষ্ট। তিনি আশীর্বাদ দিতে কার্পণ্য করেন না। এবার মহাশিবরাত্রি কবে পড়েছে, চলুন জেনে নেওয়া যাক।

২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি উদযাপিত হবে। অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি বুধবার থেকে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত শিবরাত্রি পালন করা যাবে। পুজোর শুভ সময় শুরু হবে ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা ৮ মিনিটে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৪ মিনিটে। অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি রাত্রিতেই চার প্রহরের পুজো করতে হবে।

রাতের প্রথম প্রহর পূজার সময় – সন্ধে ৬ টা ১৯ থেকে ৯ টা ২৬ পর্যন্ত।
রাতের দ্বিতীয় প্রহর পূজার সময় – ৯ টা ২৬ থেকে  রাত ১২ টা ৩৪ পর্যন্ত ।
রাত্রি তৃতীয় হর পূজার সময় – রাত ১২ টা ৩৪ থেকে ৩ টে ৪১ পর্যন্ত ।
রাত্রি চতুর্থী প্রহর পূজার সময় – রাত ৩ টে ৪১ থেকে ৬ টা ৪৮ পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here