চলতি মরসুমে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। তাই শনিবার ইস্টবেঙ্গলকে হারাতে না পারলে লিগ টেবলের শীর্ষস্থানে থাকার কোনও মূল্যই নেই বলে মনে করছেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। কলকাতা থেকে গুয়াহাটিতে উড়ে যাওয়ার আগে এমনটাই জানিয়ে গেলেন তিনি।
শেষ দুই ম্যাচ জিতে হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে মোহনবাগান। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তারা লিগ শীর্ষে। অন্যদিকে ইস্টবেঙ্গল একের পর এক ম্যাচে হোঁচট খেয়ে বর্তমানে রয়েছে ১১তম স্থানে(১৪পয়েন্ট)। ১৪ টি ম্যাচের মধ্যে ৮টি হার, দুটি ড্র এবং মাত্র ৪টিতে জিতে ডার্বি খেলতে নামবে লাল-হলুদ। মেরিনার্সদের চিরপ্রতিদ্বন্দ্বী দল পিছিয়ে থাকলেও ময়দানের পরিচিত প্রবাদ ‘পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘের মতো’। তাই লাল-হলুদকে হালকাভাবে নিতে নারাজ মোলিনা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ছেলেরা লড়াইয়ের জন্য তৈরি। আশা করি জিতব। তবে সহজে জিততে পারব না। আমরা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছি। ওরা ১১ নম্বরে রয়েছে। হয়তো পয়েন্টের বড় ব্যবধান রয়েছে। কিন্তু সেটা পুরোটাই আইএসএলের সামগ্রিক পারফরম্যান্সের বিচারে। আমার মতে, আইএসএলে এত দিন যা কিছু করেছি তার কোনও মূল্য নেই। কাল কী করব তার উপরে অনেক কিছু নির্ভর করছে। যদি আমরা নিজেদের সেরাটা খেলতে পারি তা হলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।” ডার্বি নেই মাদিহ তালাল। সাউল ক্রেসপো’ও অনিশ্চিত। বিপক্ষের দুই বিদেশি না থাকলেও ইস্টবেঙ্গল’কে নিয়ে কোনও মাথাব্যাথা নেই মোলিনার। ডার্বিকেও আর পাঁচটা ম্যাচেই মতোই দেখছেন বাগানের হেডস্যার। মোলিনা বলেন, “প্রতিপক্ষ শিবিরের কী অবস্থা, তারা কী করবে না করবে তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি নিজের দল নিয়েই বেশি ভাবি। আমাদের ৯০ মিনিট সেরা ফুটবল খেলতে হবে, এটাই আমার কাছে শেষ কথা। আর কিছু জানি না।” দেওয়ালে কার্যত পিঠ ঠেকে গেলেও ডার্বিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে লাল-হলুদ। আত্মবিশ্বাস ভরপুর হয়ে কোচ অস্কার ব্রুজো বলেন, “গত কয়েকটা ম্যাচে আমরা যথেষ্ট উন্নতি করেছি। মোহনবাগান শক্তিশালী হতে পারে, কিন্তু ওদেরও বেশ কিছু সমস্যা রয়েছে। ওদের উইংয়ে সমস্যা রয়েছে। বেশ কয়েকটা ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে আমরা কখনই নিজেদের আন্ডারডগ হিসেবে মানতে পারছি না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here