প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বছরের একটা সময় বেগুন খাওয়া একেবারেই উচিত নয়। কারা এই সময় বেগুন খাবেন না জানেন?
বিশ্বাস অনুযায়ী, জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া উচিত নয়। বিশেষ করে তাঁদের, যাঁদের প্রথম সন্তান পুত্রসন্তান। বলা হয়, বছরের এই সময়টায় বেগুন খেলে পুত্রসন্তানের উপর দোষ পড়ে। তাই বলা হয় যে, যাঁদের জ্যেষ্ঠ সন্তান জীবিত রয়েছে, তাঁদের বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত।
জ্যোতিষশাস্ত্রমতে, এমনিতে একাদশী, দ্বাদশীতে বেগুন খাওয়া উচিত নয়। এর পাশাপাশি গোটা জ্যৈষ্ঠ মাস জুড়েও পাতে বেগুন না রাখাই উচিত। জ্যোতিষীরা বলেন যে, জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং পুত্রসন্তানও রোগের মুখে পড়তে পারে।
বিজ্ঞানের ব্যাখ্যা অবশ্য অন্য। বিজ্ঞানের বক্তব্য, এই জ্যৈষ্ঠ মাসে বেগুনের মধ্যে ছোট ছোট পোকা ধরে। যা আমরা হয়তো খালি চোখে দেখতেও পাই না। আর সেগুলি খেলে আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হয়।