১২ তারিখ থেকে প্রয়াগরাজে ভক্তদের ঢল নামবে। শুরু হচ্ছে মহাকুম্ভ। উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বিভাগ বেসরকারি সংস্থার সাথে মিলে গঙ্গা মায়ের ভূমিতে ডোম সিটি তৈরি করছে। এছাড়াও টেন্ট বুক করা যাবে। কীভাবে সব করবেন, জেনে নিন বিশদে।

অনলাইনে বুক করতে চাইলে প্রথমে গুগল ক্রোমে গিয়ে অনুসন্ধান করুন উত্তরপ্রদেশ পর্যটন মহাকুম্ভ ২০২৫ টেন্ট বুকিং। পৃষ্ঠাটি খুললেই আপনি প্রথম পৃষ্ঠায় আইআরসিটিসি এবং ইউপিএসআরটিসি পেয়ে যাবেন।

ইউপিএসআরটিসির ওয়েবসাইটে গেলে মহাকুম্ভ সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন। এখানে আপনি ভিলা, কটেজ, সুইস কটেজ এবং ছাত্রাবাসের অনেকগুলি বিকল্প পাবেন। ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, ডাবল বেড ভিলার ভাড়া ৩৫০০০ টাকা, কটেজের ২৪ হাজার টাকা, সুইস কটেজের ১২ হাজার টাকা এবং ছাত্রাবাসের ১৫০০ টাকা প্রতিদিন।

এই ওয়েবসাইটগুলি থেকেও বুক করতে পারেন

ইউপিএসআরটিসি ছাড়াও মহাকুম্ভে উত্তরপ্রদেশ পর্যটন বিভাগের সাথে অংশীদার সংস্থাগুলির ওয়েবসাইটে গিয়েও আপনি বুকিং করতে পারেন।

১) আগমন- আগমন ওয়েবসাইট

২) কুম্ভ মেলা- কুম্ভ মেলা ওয়েবসাইট

৩) ঋষিকুল- ঋষিকুল ওয়েবসাইট

৪) কুম্ভ ভিলেজ- কুম্ভ ভিলেজ ওয়েবসাইট

৫) Shivadya Camps: Shivadya Camps ওয়েবসাইট

আইআরসিটিসিতে কীভাবে টেন্ট বুক করবেন

উত্তরপ্রদেশ পর্যটনের ওয়েবসাইট ছাড়াও আপনি আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টেন্ট বুকিং করতে পারেন। সুপার ডিলাক্সের ভাড়া ১৮০০০, ভিলার ২০ হাজার। অতিরিক্ত বিছানা লাগালে ৫০০০ টাকার বেশি খরচ পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here