যে কোনও রকমের রান্নায় ধনেপাতা লাগেই। শীতকালে যে কোনও রান্নায় এই পাতা দিলে তার স্বাদ বেড়ে যায় আরও কয়েকগুণ।

মাছের ঝোল বানাতে গিয়ে ফ্রিজ খুলেই দেখলেন ধনেপাতা নেই! আবার ছুটতে হবে বাজারে। বাড়ির বাগান থেকে ধনেপাতা তুলে আনতে পারলে কী ভালই না হত! মশলার কৌটোয় থাকা গোটা ধনে দিয়ে এ বার বাড়িতেই শুরু করুন ধনেপাতার চাষ। ভাবছেন, বড়ই ঝামেলার কাজ? একদমই না। হাইড্রোপনিক কাল্টিভেশন পদ্ধতিতে বাড়িতে সহজেই ধনেপাতার চাষ করতে পারেন। অর্থাৎ জলেই ফলবে ধনেপাতা, মাটি এবং টব ছাড়াই।

পদ্ধতি:

১) মুদির দোকান থেকে গোটা ধনে কিনে আনুন। চারাগাছের দোকানেও ধনেপাতার বীজ কিনতে পাওয়া যায়।

২) বীজগুলি হামানদিস্তা দিয়ে হালকা ভাবে পিষে নিন।

৩) একটা কানা উঁচু পাত্র বা ডেকচিতে জল দিয়ে, তার উপর জালি দেওয়া ঝুড়ি রাখুন।

৪) এ বার বীজ ছড়িয়ে দিন উপর থেকে। দেখবেন, বীজ যেন শুকিয়ে না যায়। যদি সব সময় দেখাশোনা করতে না পারেন, তবে উপর থেকে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে দিন।

৫) সূর্যের আলোয় রাখুন। আট-দশ দিন পর দেখবেন, চারা বেরিয়েছে। ২০-২৫ দিনে ধনেপাতায় ভরে যাবে।

৬) গাছের পরিচর্যার জন্য আপনার রান্নাঘরের বর্জ্য পদার্থ থেকে তৈরি তরল কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। ১৫ দিন অন্তর জল বদলে দিতে ভুলবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here