পুরোন বছরকে পিছনে ফেলে চলে এসেছে ২০২৫ সাল। তবে যে ব্যক্তির উপর শিব ঠাকুরের বিশেষ কৃপা থাকে, দেবতার আশীর্বাদে ব্যক্তির জীবনে সফলতা লেগেই থাকে।
তাই আপনি যদি নতুন বছরে সুখে, শান্তিতে থাকতে চান, অনেকে উন্নতি করতে চান, আর্থিকদিকে উন্নতি করতে চান, জীবনে সাফল্য পেতে চান তাহলে রাশি অনুযায়ী এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করুন।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা নতুন বছরের শিব ঠাকুরকে সোমবার গঙ্গা জলে মধু মিশিয়ে স্নান করাবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা নতুন বছরের শিব ঠাকুরেরকে স্নান করানোর পর ধ্যান করবেন, গরুর দুধ মহাদেবকে অভিষেক করতে পারেন। এতে আপনার সফলতা আসবে।
মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিরা নতুন বছরের শিব ঠাকুরকে আখের রস দিয়ে স্নান করাবেন। এতে দেখবে আপনাদের আটকে থাকা প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন।
কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা নতুন বছরে শিব ঠাকুরের কৃপা পেতে কাঁচা গরুর দুধ দিয়ে শিব ঠাকুরকে স্নান করান।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা এই বছর গঙ্গা জলে মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করুন। এতে আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনে আসবে সাফল্য।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা গঙ্গা জলে স্নান করান মহাদেবকে। এই জলে মিশিয়ে মহাদেবকে নিবেদন করুন। এতে আপনার জীবনের সফলতা নিশ্চিত।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের নতুন বছরে ভোলেবাবাকে পঞ্চমৃত দিন। শিব ঠাকুর বছরের প্রথম সোমবার পঞ্চমৃত দিয়ে শিব ঠাকুর অভিষেক করা উচিত।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন বছরে গঙ্গা জলে গুড় মিশিয়ে ভগবান মহাদেবকে সন্তুষ্ট করুন।
ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিরা মহাদেব দুধে জাফরান মিশিয়ে নিবেদন করুন। এতে ভোলেবাবা খুব খুশি হবেন। কাজের জায়গায় আসবে সুখ, বাড়বে বেতনও।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকারা নতুন বছরে গঙ্গাজলে কালো তিল মিশিয়ে ভোলেবাবাকে অর্পণ করুন। এতে দেবতার বিশেষ কৃপায় আপনার জীবনে সাফল্য নিশ্চিত।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারাও নতুন বছরে ভোলেবাবাকে খুশি করতে নারকেল জল দিয়ে স্নান করান। এতে আপনার কর্মক্ষেত্রেও সাফল্য আসবে।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা এই বছর গঙ্গাজলে কাঁচা দুধ, দূর্বা মিশিয়ে ভগবান শিবকে অর্পণ করুন। এতে আপনাদের জীবনের সাফল্য সফলতা নিশ্চিত।